Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যজনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য কমিটি গঠিত

জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য কমিটি গঠিত

রাজ্যে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য কমিটি গঠিত হলো ।রাজ্য কমিটির সভাপতি হয়েছেন বিপ্লব কর। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে বাড়ি বাড়ি প্রচার চালাবে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য কমিটি।

গোটা দেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। এতে উদ্বিগ্ন জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন নামে একটি সর্বভারতীয় সংস্থা ।এই সংস্থাটি রাজ্যের রাজ্যে সংগঠন তৈরি করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে চলছে ।রাজ্যেও এই সংস্থার সংগঠন গড়ে তোলা হয়েছে।জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হয়েছেন বিপ্লব কর ।বৃহস্পতিবার আগরতলা প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা সুপর্ণা শর্মা। তিনি জানান ,জনসংখ্যা নিয়ন্ত্রণে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে রাজ্য সংগঠন কাজ করে চলবে। এদিন জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের রাজ্য সভাপতি বিপ্লব কর জানান , jsf এর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো বাড়ি বাড়ি গিয়ে জনগণকে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে বোঝানো হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে জেএস এফ-এর রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কর জানান, অবিলম্বে সংগঠনের জেলা কমিটি এবং মহকুমা ভিত্তিক কমিটি গঠন করা হবে ।জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সর্বত্র এক যুগে প্রচেষ্টা চালানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য