সর্বস্তরে শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে বললেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য হ অন্যান্যরা। এদিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করে অতিথিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন অবদানগুলির কথা তুলে ধরেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।তিনি বলেন সর্বস্তরে শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ রোধ ,বিধবা বিবাহের প্রচলন প্রভৃতি সমাজ সেবামূলক কাজও করে গেছেন ।তিনি আরো জানান ,সমাজ পরিবর্তনে মনীষীদের চিন্তা ভাবনাগুলিকেই সরকার আইনে পরিণত করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে।
আলোচনা চক্রে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা ,রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন।