বুধবার দুই দফা দাবিতে জেআরবিটির দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছে প্রদেশ যুব কংগ্রেস।এদিনের কর্মসূচি প্রসঙ্গে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, বহু তালবাহানার পর জেআরবিটির গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশ হয়েছে। মেধা তালিকায় এমন অনেকের গ্রুপ সি- তে নাম রয়েছে। এমন প্রায় সহস্রাধিক চাকরীতে নিয়োগ হবে। তখন ওই পদে শূন্যপদ তৈরী হবে। তাই যারা নির্ধারিত তারিখে চাকুরী যোগদান করবেন না, তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকুরী সুযোগ করে দিতে হবে।তাছাড়া এদিন তিনি আরও বলেন, মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশ করা, পরীক্ষার্থীদের মৌখিক এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার দাবিতে আবারো জেআরবিটির দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে।