বুধবার শ্রমিকদের স্বার্থে রাজপথে বিক্ষোভ মিছিল করে শ্রম কমিশনারের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়েছে সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য কমিটি। দাবিগুলি মূলত দুর্গোৎসবের আগে বোনাস, এক্সগ্রেসিয়া, কাজ, খাদ্য, মজুরী বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও বন্যা ত্রান ইত্যাদি । এদিনের বিক্ষোভ মিছিলে সিপিএম রাজ্য কমিটির সদস্য মানিক দে বলেন, দূর্গাপূজায় যারা এতদিন যাবৎ বোনাস ও এক্সগেসিয়া পেতেন তারা এখনো পাননি। এবিষয়ে শ্রম দপ্তরের তরফ থেকে আলোচনা ও হয়েছিল কিন্তু কোন কাজ হয়নি। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পুজার অনুদান ঘোষণা করা হয়েছে তা কিছুই না। কারণ, জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তাছাড়া সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ। বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী ত্রাণ শিবিরে। বন্যায় দূর্গতদের পাশে থাকার জন্য সরকারের কোনো সিদ্ধান্ত ছিলই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাজ, খাদ্য, ঘর পুনঃনির্মাণ, কৃষকদের জমি, পুকুর এবং জলাশয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ মেটাতে রাজ্য সরকার অগ্রণী ভূমিকা নেন তার আওয়াজ ও তুলেন আজকের বিক্ষোভ মিছিল থেকে সিপিআইএম কর্মী সমর্থকরা।