মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দশ দফার দাবী সনদ পেশ করল আশা কর্মীরা। রাজ্যের আশা কর্মীদের স্বার্থ সম্বলিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার আগরতলায় বিশাল মিছিল ও ডেপুটেশন কর্মসূচী পালন করে। এদিন আশা ফ্যাসিলেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল রেলি করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সব শেষে মিছিলটি আগরতলার এনএচএম’র ভবনের সামনে গিয়ে শেষ হয় এবং এক প্রতিনিধি দল এম ডির নিকট কাছে ডেপুটেশন প্রদান করেন। এমডি যাতে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি গুলি তুলে দেন এই আহ্বান রাখা হয়।