Wednesday, February 12, 2025
বাড়িখবররাজ্যবাংলাদেশে সন্ত্রাস বন্ধের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হবে

বাংলাদেশে সন্ত্রাস বন্ধের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করা হবে

বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যে একটি নতুন সংগঠনের সৃষ্টি হয়েছে ।এই সংগঠনের নামকরণ করা হয়েছে ফোরাম ফর প্রটেকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ ।এই সংগঠনের সভাপতি হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে ।মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ফোরাম ফর প্রটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ নামক সংগঠনের সভাপতি সুবল কুমার দে জানান,বাংলাদেশের ঘটনা নিন্দা জনক ।যেকোনো ঘটনা ঘটলেই তার প্রথম টার্গেট হন বাংলাদেশের হিন্দুরা ।এই ধরনের ঘটনা চলতে দেওয়া যায় না ।তিনি তথ্য দিয়ে জানান ,সাম্প্রতিক ঘটনাবলিতে এখন পর্যন্ত ৪০০ জনের মত হিন্দু প্রাণ হারিয়েছেন ।৪৬২ জন হিন্দু রমণী ধর্ষিতা হয়েছেন। হিন্দুদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে ।মন্দিরগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে এর প্রতিবাদ চলছে। এই ক্ষেত্রে প্রতিবেশী দেশের রাজ্য হিসেবে আমরা পিছিয়ে থাকতে পারিনা ।তিনি আরো জানান, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং উৎপীড়নের ঘটনা বন্ধের দাবিতে আগামী 29 সেপ্টেম্বর রাজ্যের রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম ফর প্রটেকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ। এই ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হবে। এই মিটিলে সাংবাদিকরা ছাড়াও রাজ্যের সকল অংশের বুদ্ধিজীবী জনগণ অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

এতিনের সাংবাদিক সম্মেলনে ফোরাম ফর প্রটেকশন অফ মাইনোরিটিস ইন বাংলাদেশ সংগঠনের সহ-সভাপতি বিমান ধর, সম্পাদক অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস প্রমুখ বক্তব্য রাখেন ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অরুন নাথ ,কোষাধ্যক্ষ প্রণব সরকার ,সংগঠনের সদস্য তথা আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সদস্য মানষ পাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য