রবিবার সি আই টি ইউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে রাজধানীর অফিস লেনস্থিত সি আই টি ইউ রাজ্য দপ্তরে শহীদ চিত্রসংবাদিক শান্তনু ভৌমিক স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এবং কৃষক সভার রাজ্য কমিটির সহ-সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্য থেকে সিপিআইএম সরকার কে উচ্ছেদ করার লক্ষ্যমাত্রা নিয়ে তৎকালীন বিরোধীদল বিজেপি নানান মিথ্যা অভিযোগ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা ছড়িয়েছিলেন এবং তার মধ্যে একটি ঘটনা হলো জিরানিয়ার সেই ঘটনা, যেখানে রাজ্যের অন্যান্য সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক শান্তনু ভৌমিকও নিজ কর্তব্য পালনের জন্য সেখানে গিয়েছিলেন এবং তখনই তাকে আটক করে ঘটনাস্থলে তাকে হত্যা করে দুষ্কৃতিকারীরা এবং তার কিছুদিন বাদেই রহস্যজনকভাবে খুন হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকেরও। তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের এই সাংবাদিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে নানা রকম পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু এর কিছুদিন পরেই রাজ্যে প্রতিষ্ঠিত হয় বিজেপি আই পি এফ টি জোট সরকার। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দোষীদের খুঁজে বের করার লক্ষ্যে সিবিআই তদন্ত লাগু করলেও এর চার্জশিট এখনো জমা দেইনি সিবিআই যার ফলে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, যেটা হলো চার্জশিট পেশ করলে সরকার পক্ষের অনেকেই ফেঁসে যাবে তাই প্রকৃত অভিযুক্তদের আড়াল করার লক্ষ্যে শান্তনু সুদীপ হত্যা মামলার চার্জশিট জমা দেইনি সিবিআই বলে জানান তিনি । এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।