আগরতলা জি বি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা নিয়ে রোগীর আত্মীয় পরীজনরা ক্ষুব্ধ। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ জি পি হাসপাতালের ডায়ালসিস পরিষেবা উন্নয়ন করার জন্য একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। যেদিন এই সরকারি পরিষেবা উন্নতি করার জন্য বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকে আরো নিম্ন মানের ডায়ালিসিস পরিষেবা পাচ্ছে রোগীরা। এই অভিযোগ এনে রবিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার আগরতলার কৃষ্ণ মন্দিরের উল্টোদিকে নিজ বাড়িতে দেখা করতে যান ডাইলোসিস রোগীর আত্মীয় পরিজনেরা। তাদের আরও অভিযোগ আগে যেভাবে সরকারি ভাবে ডায়ালাইসিস করা হত সে সরকারিভাবে পুনরায় আবার চালু করতে হবে। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগাম কোন অনুমতি না থাকার কারণে দেখা করতে পারেনি রোগীর আত্মীয় পরিজনরা। এই বিষয়ে রোগীর আত্মীয় পরিজনরা জানান।
.