Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশের প্রতিবাদে এবার সোচ্চার হলো তিপ্রামথা দলের বিভিন্ন গণসংগঠন

বাংলাদেশের প্রতিবাদে এবার সোচ্চার হলো তিপ্রামথা দলের বিভিন্ন গণসংগঠন

পার্শ্বব্রতী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে বলে অভিযোগ। এসব আক্রমণ বন্ধের দাবিতে পথে নামলো ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। শনিবার সংগঠনের তরফে স্মারকলিপি দেওয়া হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে।বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাই কমিশনারের নিকট ডেপুটেশান দেয় সংগঠন।এদিন ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় প্ল্যাকার্ড নিয়ে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল হাতে দেখা করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে গিয়ে সহকারী হাই কমিশনারের সঙ্গে। কর্মসূচী থেকে তারা দাবি জানায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিরাপত্তা নিশ্চিত করে। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ভারত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য