Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যস্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অফিস ঘেরাও করে জনজাতি ছাত্র- ছাত্রীরা

স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অফিস ঘেরাও করে জনজাতি ছাত্র- ছাত্রীরা

জনজাতি কল্যাণ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের।স্কলারশিপের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জনজাতি পড়ুয়ারা। অভিযোগ ২০২৩-২৪ অর্থবর্ষের টাকা এখনও দেওয়া হয়নি পড়ুয়াদের। ফলে সমস্যায় রাজ্য ও বহিঃরাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত জনজাতি ছাত্র- ছাত্রীরা। পড়ুয়াদের বিভিন্ন ফি-র জন্য চাপ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠান থেকে। ফি না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না ছাত্র- ছাত্রীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় অসহায় গরীব পড়ুয়ারা স্কলারশিপের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ছাত্র সংগঠনও এনিয়ে সরব হয়েছেন। অভিযোগ জনজাতি কল্যাণ দপ্তর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্কলারশিপ দেওয়ার কথা থাকলেও আজো দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বুধবার তারা গুর্খাবস্তী দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। বুধবারের মধ্যে স্কলারশিপ দেওয়ার দাবি জানায় ছাত্র- ছাত্রীরা। এখন দেখার কবে নাগাদ দপ্তর পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য