গত ৩রা সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান। ৩রা সেপ্টেম্বর থেকে শুরু করে গত ১২ই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ গ্রহণ করেছেন”- শনিবার প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান রাজ্যসভার নব নির্বাচিত সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকেই সদস্যতা অভিযান করে আসছে। পরবর্তীতে ২০১৪ সাল থেকে প্রথম অনলাইন মেম্বারশিপের প্রক্রিয়া শুরু করেছিলো ভারতীয় জনতা পার্টি, এবং সেই সময় বিশ্বের সেরা রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করেছিলো ভারতীয় জনতা পার্টি। এরপর থেকে প্রতি ছয় বছর অন্তর অন্তর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদস্যতা অভিযান সংগঠিত হয়ে আসছে। সেই মোতাবেক ২০১৪ এবং ২০১৯ সালের পর ২০২৪ সালে পুনরায় এই সদস্যতা অভিযান সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি। গত ৩রা সেপ্টেম্বর থেকে রাজ্যেও শুরু হয়েছে বিজেপির এই সদস্যতা অভিযান। বিধায়ক তথা প্রদেশ বিজেপির মেম্বারশিপ ইনচার্জ ভগবান দাসের নেতৃত্বে দলের সক্রিয় কার্যকর্তা এবং বিস্তারকরা রাজ্যের প্রতিটি প্রান্তে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে এই সদস্যতা অভিযানকে সফল করতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি এদিন বিরোধীদের একপ্রকার হুঁশিয়ারি দেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি বলেন, সামনেই দুর্গা পুজো। আর উৎসবের দিনগুলোতে রাজ্যে যেনো আইন শৃঙ্খলা বজায় থাকে, সেইদিকে লক্ষ্য রেখে রাজ করে চলেছে রাজ্য সরকার। কিন্তু বিপরীতে রাজ্যের শান্তির বাতাবরনকে নষ্ট করতে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিরোধিরা। সেক্ষেত্রে চুপ থাকবেনা বিজেপি। প্রয়োজনে মাঠে নেমে এর প্রতিবাদ জানাবে বিজেপি।আগামী ১৭ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসুচির ঘোষণা করা হয় এদিন।