রাজধানীর দশমীঘাট সংলগ্ন এলাকায় নেশাখোরদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে নেশা খোরদের দ্বারা সংঘটিত চুরির ঘটনাও ।বুধবার দশমী ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় তিন দোকানে চুরি হয় ।চোরের দল বিষ্ণু দাসের দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ পাঁচ হাজার টাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় ।তবে বেশিরভাগ জিনিসপত্র নষ্ট করে ফেলে ।বিষ্ণুদাসের পাশের মিঠুন দাসের দোকানেও চোরের দল হানা দিয়ে একটি সিলিন্ডাসহ প্রায় সাত হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় ।পাশের একটি টিফিনের দোকানেও হানা দিয়ে চোরের দলটি প্রায় ৩ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় ।এদিন বিষ্ণুদাস এক চোরকে ধরে ফেলেন ।তাকে উত্তম মধ্যম দিলে সে চুরি কান্ডে আরও দুইজন যুক্ত রয়েছে বলে জানায় ।পরে স্থানীয়রা তাদের ধরে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণুদাস জানান ,নেশাগ্রস্তরাই এই চুরি কান্ডের সাথে জড়িত।
উল্লেখ্য এই নিয়ে গত ১০ দিনে দশমিঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার ছয়টি দোকানে চুরি হলো ।চোরের উপদ্রবে দিশেহারা স্থানীয় দোকানদাররা। দোকানদারদের অভিমত, এদিন তিন চোরকে ধরা হয়েছে ।তাদের জিজ্ঞাসাবাদ করলেই এই চুরি কাণ্ডে যুক্ত অন্যান্যদের নাম বেরিয়ে আসবে ।পুলিশ শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করলে নিস্তার পিবে স্থানীয় জনগণ ।এই অবস্থায় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।