Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যচুরি কান্ডে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ

চুরি কান্ডে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ

গত ৫ সেপ্টেম্বর রাজধানীর দুর্জয়নগর এলাকার বিবেক সরকারের বাড়িতে চুরি হয় চোরের দল বিবেক সরকারের বাড়ি থেকে একটি স্বর্ণের চেইন একজোড়া কানের দুল গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য জিনিস চুরি করে চুরদের ছবি বিবেক সরকারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি এনসিসি থানায় জানান পুলিশ সিসিটিভি র দেখে কয়েকজন চোরকে সনাক্ত করে এরই মধ্যে সম্প্রতি আসাম রাইফেলসের মন্দির থেকে ঘন্টা ও অন্যান্য জিনিস চুরি হয় কুমারী টিলা এলাকার কালী মন্দির থেকেও চুরি হয়। এছাড়া খেজুর বাগান থেকে একটি ব্যাটারি চুরি হয় সংশ্লিষ্ট ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে আটজনকে গ্রেফতার করে পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় চুরি করার সামগ্রীগুলি রাধানগর এলাকার রাকেশ সরকারের কাছে বিক্রি করে সেই মতো পুলিশ রাধানগর এলাকার রাকেশ সরকারের দোকান থেকে চুরি যাওয়া সামগ্রী গুলি উদ্ধার করে এবং রাকেশ সরকারকেও গ্রেপ্তার করে এদিন এনসিসি থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানান তিনি জানান ধৃত নয়জনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবারই আদালতে সোপর্দ করা হবে।ধৃতদের বাড়ির রাজধানীর রাধানগর এবং শ্যামলী বাজার এলাকা বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য