অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। রাজধানী আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আন অর্গানইজ ওয়ার্কার্স কংগ্রেসের সর্ব ভারতীয় চেয়ারম্যান ও প্রাক্তণ সাংসদ উদিত রাজ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন নেতারা। এদিনের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উদিত রাজ বলেন, সারাদেশে প্রায় ৫০ কোটির মত বেকার যুবক যুবতী রয়েছে। বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে তেমন কোন কাজ করছে না। এরা ক্ষমতায় আসার আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই এখন পূরণ করছেন না। কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনগুলো মানুষের কল্যাণে লড়াই করে যাচ্ছে। বেকার যুবক যুবতীদের জন্য আগামী দিনেও লাগতর আন্দোলন করবেন তারা বলেও জানান।
এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।