সোমবার রাজধানীর ঐশ বাণী সোসাইটি উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে চেয়ার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ।রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানস পাল,নবেন্দু ভট্টাচার্য সহ সোসাইটির কর্মকর্তারা ।এই অনুষ্ঠানে মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গদের সংবর্ধনা প্রদান করা হয় ।পাশাপাশি প্যারা সুইমার বিনীত রায়কে সংবর্ধনা প্রদান করা হয় ।এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ঐশ বাণী সোসাইটির কর্মকর্তাদের এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানান ।মেয়র জানান ,বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের জন্য সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসা উচিত। এদিন সংবর্ধিত হয়ে সংশ্লিষ্ট দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা খুশি ।এই ধরনের অনুষ্ঠান তাদেরকে উৎসাহিত করবে বলে মনে করে বিভিন্ন মহল।