Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যককবরক রোমান স্ক্রিপ্ট এর দাবিতে আবারো রাস্তায় নামল জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ

ককবরক রোমান স্ক্রিপ্ট এর দাবিতে আবারো রাস্তায় নামল জনজাতি ছাত্র সংগঠন টিএসএফ

কয়েকদিন নিরব থাকার পর ফের ককবরকের রোমান স্ক্রিপ্ট চালুর দাবি উঠতে শুরু করেছে। দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে বুধবার রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতিভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। টিএসএফ নেতৃবৃন্দের অভিমত ,স্ক্রিপ্ট না থাকায় ককবরক ভাষার মর্যাদা রক্ষা করা হচ্ছে না ।দীর্ঘদিনের এই দাবি চাপিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। ছাত্র নেতাদের আরো দাবি ,চলতি বিধানসভার অধিবেশনেই ককবরকের রোমান স্ক্রিপ চালু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এদিন টিএসএফ নেতৃবৃন্দ জানান ,ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য