রাজ্যকে ভাগ করে আরো ছোট করা নয় বরং রাজ্যের ভৌগোলিক অবস্থান বৃদ্ধির লক্ষ্যে জন্ম নিয়েছে একটি রাজনৈতিক দল ।এই দলটির নাম এস টি এইচ পি অর্থাৎ সুবড়াই তিপ্রাহা পার্টি। এই পার্টির দাবি ,পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে ত্রিপুরার প্রচুর ভূখণ্ড রয়ে গেছে ।এই ভূখণ্ডকে ত্রিপুরা রাজ্যের সাথে যুক্ত করা হোক ।সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে এই সংগঠনটি একটি স্মারকলিপি উচ্চ আদালত, রাজ্যপাল ,সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিকট দাখিল করবে। বুধবার দলের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মলনে সুবড়াই তিপ্রাহা পার্টির সভাপতি কল্পরঞ্জন ত্রিপুরা স্মারকলিপিতে থাকা দাবিগুলি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তিনি জানান দাবি একটাই ,অবিলম্বে বাংলাদেশে অবস্থিত রাজ্যের ভূখণ্ডকে রাজ্যের সাথে যুক্ত করা হোক। এই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে যদি দাবি পূরণ না হয় তবে সংশ্লিষ্ট দাবীর সমর্থনে জাতিসংঘের হস্তক্ষেপ চাইবে এই দল টি।