কয়েকদিন নিরব থাকার পর ফের ককবরকের রোমান স্ক্রিপ্ট চালুর দাবি উঠতে শুরু করেছে। দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে বুধবার রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করে জনজাতিভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। টিএসএফ নেতৃবৃন্দের অভিমত ,স্ক্রিপ্ট না থাকায় ককবরক ভাষার মর্যাদা রক্ষা করা হচ্ছে না ।দীর্ঘদিনের এই দাবি চাপিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। ছাত্র নেতাদের আরো দাবি ,চলতি বিধানসভার অধিবেশনেই ককবরকের রোমান স্ক্রিপ চালু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এদিন টিএসএফ নেতৃবৃন্দ জানান ,ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।