Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যআগরতলা শহরে রাতের অন্ধকারের নিরাপত্তা ব্যবস্থা ফের আরো একবার প্রশ্নের মুখে। নিমন্ত্রণ...

আগরতলা শহরে রাতের অন্ধকারের নিরাপত্তা ব্যবস্থা ফের আরো একবার প্রশ্নের মুখে। নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি ফেরার পথে এবার দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়েন এক মহিলা।

রাজধানী আগরতলা কি ক্রমেই নিরাপত্তা হীন হয়ে পড়ছে? রাতের শহরে মহিলারা কি নিরাপদ নয়? মঙ্গলবার রাতের ঘটনা ফের এই প্রশ্নের উঁকি দিল। রাতের বেলায় শহর আগরতলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে। মঙ্গলবার রাতে রাজধানীর বটতলা এলাকায় শিশু সহ এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে একদল দুষ্কৃতকারী। ফায়ার সার্ভিস কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন বর্ণালী দেববর্মা নামে এক মহিলা। এদিন রাতে মেলারমাঠ এলাকায় স্বামী ও সন্তান সহ বোনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যান। রাতের বেলায় স্বামী ও সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে ফায়ার সার্ভিস কোয়ার্টারের উদ্দেশ্যে রওয়ানা হন। বটতলা এলাকায় আসার পর মহিলার স্বামী প্রাকৃতিক কাজ সারতে যান। তখনই একটি গাড়ি তাদেরকে ফলো করতে থাকে। বর্ণালী দেববর্মার সাথে থাকা উনার ১০ বছর বয়সী শিশুর নজরে আসে বিষয়টি। সে মাকে জানায় গাড়ি করে কিছু লোক তাদেরকে ফলো করছে। সাথে সাথে দাঁড়িয়ে পড়েন তিনি। তখনই গাড়িতে থাকা দুষ্কৃতকারীরা গাড়ি থেকে নেমে মহিলার দিকে এগোতে থাকে এবং মহিলাকে উত্তক্ত করতে থাকে। নিরুপায় হলে মহিলা চিৎকার শুরু করেন। বিষয়টি নজরে আসে ঘটনাস্থলের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়া অপর এক ব্যক্তি। সাথে সাথে তিনি গাড়ি থেকে নেমে আসেন। তিনি মহিলাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ান। তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় অপর দুই যুবক। মহিলাকে বাঁচানোর জন্য প্রথমে যে ব্যক্তি এগিয়ে এসেছেন তিনি জানান তিনি যখন গাড়ি করে আসা যুবকদের সাথে বাক যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং লোকজন এগিয়ে আসতে শুরু করে, এই সুযোগে অপর দুই যুবক ঘটনাস্থলে এসে গাড়িতে করে আসা যুবকদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ। দুষ্কৃতকারীরা যে গাড়িতে করে পালিয়ে গিয়েছে, সেই গাড়ির নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে। জানা যায় গাড়িটি বটতলা থেকে নাগেরজলার দিকে পালিয়ে গেছে। পুলিস ঘটনার তদন্ত করে দেখছে। প্রশ্ন উঠছে রাতের শহরে কি মহিলারা চলাফেরা করতে পারবে না? কোথায় তাদের নিরাপত্তা? খোদ রাজধানীতে এমন ঘটনা হলে অন্যত্র কি হতে পারে তা সহজে অনুমেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য