Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীকদের নাম ঘোষণা করল বিজেপি

ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীকদের নাম ঘোষণা করল বিজেপি

সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের আটটি জেলার আটটি জিলা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করল প্রদেশ বিজেপি। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ,উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন অপর্ণা নাথ ।সহ-সভাপতি হয়েছেন ভবতোষ দাশ ।উনকোটি জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন অমলেন্দু দাস, সহ-সভাধিপতি হয়েছেন সন্তোষ ধর ।ধলাই জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুস্মিতা দাস। সহ-সভাধিপতি হয়েছেন অনাদি সরকার ।খোয়াই জিলা পরিষদের সমাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস ।পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ,সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল ।প্রদেশ বিজেপি মুখপাত্র আরো জানান ,সিপাহীজলার জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুপ্রিয়া দাস দত্ত, সহ-সভাপতি পিন্টু আইচ। গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহ-সভাধিপতি সুজন কুমার সেন এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন দীপক দত্ত ,সহ-সভাধিপতি হয়েছেন তপন দেবনাথ। সাংবাদিক সম্মেলনে রাজ্যের ৩৪ টি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ।তিনি আরো জানান ,রাজ্যের ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫৮৪ গ্রাম পঞ্চায়েতে বিজেপি দল জয়ী হয়েছে ।এই গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান এবং উপ-প্রধানের নামও তিনি ঘোষণা করেন ।প্রদেশ বিজেপি মুখপাত্র জানান, মঙ্গলবার থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে ।এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য রাজ্যের ৩৫টি ব্লকে ৩৫ জন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ।রানির বাজারের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি জানান ,এই ধরনের সংস্কৃতি পার্শ্ববর্তী রাষ্ট্রে রয়েছে। আমাদের এখানে নেই ।এখানে ভাতৃত্ববোধ বজায় রেখে হিন্দু ও মুসলিমরা বসবাস করছেন ।তিনি আরো জানান ,বিষয়টিকে নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে ।ভয়াবহ বন্যার এই আবহে এই ধরনের সস্তা রাজনীতি থেকে সরে আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য