Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যজনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন টি...

জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে উপজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন টি এস ইউ এর

জনজাতি ছাত্র ছাত্রীদের বকেয়া স্কলারশিপ প্রদানের দাবিতে সোচ্চার উপজাতি ছাত্র ইউনিয়ন। সোমবার স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে টিএসইউ। তার পাশাপাশি এদিন আন্দোলনস্থল থেকে যদি অতিসত্বর ছাত্র – ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান না করা হয় তাহলে আগামীদিনে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিলেন আন্দোলরত ছাত্রছাত্রীরা।এদিন সংবাদ মাধ্যমকে টিএসইউ কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা জানান দীর্ঘ দিন ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন।তাই এ বিষয়ে দফতরের কর্মীদের সাথে কথা বলার চেষ্টাও করা হয়েছে কিন্তু এরা ছাত্রছাত্রীদের সাথে দূর্ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি। তাছাড়া তিনি এদিন আরো জানান যে অন্যান্য জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু জনজাতিরা এখনো পর্যন্ত স্কলারশিপ পাননি। স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আজ বাধ্য দিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য