প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িচালক চন্দন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। সি আই টি ইউ রাজ্য কমিটির উদ্যোগে এই স্মরণ সভা আয়োজন করা হয়। স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িচালক চন্দন দাসের মৃত্যু হয়। প্রয়াত মোটর শ্রমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সি আই টি ইউ রাজ্য কমিটির উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে ,শ্রমিক নেতা শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা ।স্মরণ সভায় প্রয়াত চন্দন দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।তিনি প্রয়াত চন্দন দাসের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বলেন ,প্রয়াত চন্দন দাস নিজের চেয়েও কাজকে বেশি গুরুত্ব দিতেন ।একজন পরিবহন শ্রমিক হিসেবে চন্দন দাস কে বিচার করলে তার অবমূল্যায়ন হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচীতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।