Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যক্লাব গুলিকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

ক্লাব গুলিকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

মহিলা সহ সমাজের সকল অংশের সকল পেশার লোকদের নিয়ে এগিয়ে চলুক ক্লাবগুলি ।রবিবার রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ক্লাব গুলির প্রতি এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ,ক্লাবের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা।

রবিবার রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয় এই রক্তদান শিবি র ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার ,কৃষ্ণনগর বয়েজ ক্লাবের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রক্তদান শিবির আয়োজনের জন্য কৃষ্ণনগর বয়েজ ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি বলেন বর্তমানে ক্লাবগুলোর মধ্যে সমাজ সেবামূলক কাজকর্মের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ।ক্লাব এলাকায় বিভিন্ন পেশার মানুষজন রয়েছেন ।রয়েছেন মহিলারাও ।মহিলা সহ সমস্ত পেশার মানুষজনকে নিয়ে আরো বেশি করে সমাজসেবায় এগিয়ে আসুক ক্লাবগুলি।

এদিন কৃষ্ণনগর বয়েজ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য