বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর দুর্বিষহ আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে প্রতিবাদী সংকীর্তন সমাবেশ করলো শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ ।এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী অবনের সামনে থেকে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা নগর সংকীর্তনের মাধ্যমে বাংলাদেশের ঘটনাবলীর প্রতিবাদ জানান।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর দুর্বিষহ আক্রমণের ঘটনা ঘটে চলছে। এই সমস্ত ঘটনায় শত শত হিন্দু ধর্মাবলম্বী জনগণ আক্রান্ত হচ্ছেন ।নিহত হয়েছেন বেশ কিছু মানুষ। আহত হয়েছেন আরো কয়েকশত হিন্দু জনগণ ।কোন কোন ক্ষেত্রে লুটপা,অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনাও ঘটে চলছে ।এই সমস্ত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ কর্তৃপক্ষ ।বাংলাদেশের ঘটনাবলী বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানীতে এক প্রতিবাদী সংকীর্তন সমাবেশের আয়োজন করে এই ধর্মীয় সংস্থাটি ।এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আগত সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হন ।এই প্রসঙ্গে বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ ।ঘটনাবলীর নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে হিন্দুদের উপর আর একটিও যেন আক্রমণ না নেমে আসে। সবাই নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে এগিয়ে চলুক।
এদিন এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক নগর সংকীর্তনের আয়োজন করা হয় ।এটি কীর্তন সহকারে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। রাজধানীর বিভিন্ন ধর্মীয় সংগঠনের আধিকারিক সহ ভক্তবৃন্দরা এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন।