সীমান্তে রেড এলার্ট থাকলেও বন্ধ নেই বেআইনি অনুপ্রবেশ। আগরতলা রেল স্টেশনে তিনজন মহিলা সহ ১৬ জন বাংলাদেশী কে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এতে তাদের সঙ্গে তিনজন দালাল কেউ গ্রেপ্তার করা হয়। বুধবার রেল থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার রাতে ১৬ জন বাংলাদেশীকে সন্দেহভাজন অবস্থায় গ্রেপ্তার করা হয় তারা আগরতলা রেল স্টেশনে ঘোরাফেরা করছিল বেআইনিভাবে তারা সীমান্ত টপকে ত্রিপুরা প্রবেশ করে। তাদের মধ্যে তিনজন দালাল আগেও এই মামলায় জড়িত ছিল এবারও তাদেরকে গ্রেফতার করা হয় বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান ওসি তাপস দাস। ধৃতদের মধ্যে মিজানুর, বৃন্দাবন এবং ইতি শেখ মানব পাচারকারী হিসেবেই কাজ করে। বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যের সীমান্ত অতিক্রম করায় তারা। এরপর অনুপ্রবেশকারীদের ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশের অস্থিরতার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বিএসএফ। রাজ্যের সীমান্তগুলিতেও বাংলাদেশের আনাগোনা দেখে বাড়তি বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়। বেশ কিছু সীমান্তে টিএসআর বিএসএফ’র সঙ্গে পাহারা দিচ্ছে। এই পরিস্থিতিতে এক সঙ্গে ১৬ জন ত্রিপুরায় প্রবেশ করলো। কিভাবে তারা রাজ্যে প্রবেশ করেছে এটাই বড় রহস্য। অনুপ্রবেশ রুখতে বিএসএফ’র ভূমিকাও সন্দেহজনক। বিএসএফ’র মহানির্দেশক রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিএসএফ জওয়ানদের সীমান্তে কড়া পাহারা দিতে নির্দেশ দেন। এই পরিস্থিতিতে বাংলাদেশি অনুপ্রবেশ রাজ্যে বন্ধ নেই।