Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্য১২ আগস্ট ৩৫টি ব্লকে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা

১২ আগস্ট ৩৫টি ব্লকে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা

গত আট আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ১২ আগস্ট ভোট গণনা করা হবে ।রাজ্যের ৩৫টি ব্লকে ভোট গণনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গণনা। সকাল আটটা থেকে এক যুগে চলবে গণনা । রাজ্য নির্বাচন কমিশন সচিব অসিত কুমার দাস শনিবার এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, প্রতিটি ভোট গণনা কেন্দ্রে একসাথে পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোট গণনা শুরু হবে। ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রগুলোতে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।এদিকে রাজ্যের ৩৫টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে ,সেই তথ্য জানা গেছে ।রাজ্য নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুসারে পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে অমরপুর আর ডি ব্লকে ।এই ব্লকে প্রদত্ত ভোটের হার 88. 71 শতাংশ ।এর পরই রয়েছে বক্সনগর আর ডি ব্লকের অবস্থান ।বক্সনগর আর ডি ব্লক ভোট পড়েছে ৮৭.৭৭ শতাংশ ।অপরদিকে দুর্গা চৌমুহনি আর ডি ব্লকে সবচেয়ে কম ভোট পড়েছে। এই ব্লকে ৭১. ৯৭ শতাংশ ভোট পরে ।রাজনগর আর ডি ব্লকে ভোট পড়েছে ৭২.৩১ শতাংশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য