Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যবেহাল অবস্থা রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগড়ের সূর্যসেন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের

বেহাল অবস্থা রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগড়ের সূর্যসেন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের

দেশের মুক্তির জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন সূর্যসেন ওরফে মাস্টারদা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গড়ে তোলা হয়েছে সূর্যসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বহু প্রাচীন এই সমাজ শিক্ষা কেন্দ্রটি এলাকার কচিকাঁচাদের পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলছে এককালে প্রাচীর ঘেরা ছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে পাখির ভেঙে যাওয়ায় বেয়াব্রু অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটি আর প্রাচীন না থাকায় স্থানীয়রা এক প্রকার গাড়ির গ্যারেজের রূপান্তরিত করেছে অঙ্গনারী কেন্দ্রের মাঠ পাশাপাশি প্রাচীন না থাকায় অঙ্গনারী কেন্দ্রের মাঠে যত্রতত্ত্ব পর রয়েছে আবর্জনাস্তুপ মদের বোতল প্রবৃত্তি আবর্জনার দুর্গন্ধে কচিকাঁচাদের পঠন পাঠনই একপ্রকার দায় হয়ে পড়েছে সমাজ শিক্ষা কর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হলে এদিন সূর্যসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ জানান বিষয়টি তিনি একাধিকবার মহারাজগঞ্জ বাজার ফারি থানা জানিয়েছেন পুলিশও এসে দেখে গেছে কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় যে যার মত করে গাড়ি রেখে চলে যাচ্ছে এতে কচিকাঁচাদের পঠন-পাঠনে প্রভাব পড়ছে বলেও জানান তিনি আরো জানান আগে বাচ্চাদের নিয়ে আউটডোর প্রোগ্রাম হতো, বর্তমানে এসব কারণে আউটডোর প্রোগ্রাম বন্ধ রাখা হয়েছে। এদিন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক এলাকাবাসী জানান এই ধরনের অপরিচ্ছন্ন পরিবেশে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে পারেনা সংশ্লিষ্ট বিষয়গুলি তিনি স্থানীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য