শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, বেসরকারিকরণ বন্ধ, স্বাস্থ্যক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে না দেওয়া, কাজ খাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা নেওয়া,অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দ্রুত গ্র্যাচুইটি দেওয়ার দাবিতে সরব সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মঙ্গলবার সংগঠনের তরফে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে হয় গণঅবস্থান। নারী নেত্রী লক্ষ্মি সায়গলের প্রয়াণ দিবসে এই কর্মসূচী বাম নারী সংগঠনের। এদিন ৫ দফা দাবিতে তারা এই কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচী থেকে জনগণের কাছে আবেদন রাখেন রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে এগিয়ে আসার। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাম নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, ছায়া বল, রমণী দেববর্মা সহ অন্যরা।