রাজ্যকে করিডোর করে মানব পাচার কাণ্ডে শুধুমাত্র স্থানীয়রাই যুক্ত তা নয়। বহিরাজ্যের দালাল চক্র মানব পাচার কাণ্ডে জড়িত রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশী যুবক সহ মানব পাচার কাণ্ডের জড়িত দেশের বহিরাজ্যের এক যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআরপি থানার পুলিশ মঙ্গলবার আগরতলা রেলস্টেশন থেকে এক বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট কে গ্রেপ্তার করেছে ।তারা আগরতলা থেকে বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে এসেছিল। জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাদের মধ্যে একজন বাংলাদেশী যুবক। বাংলাদেশী যুবকের নাম রিংকু দাস (১৯)। তার বাড়ি বাংলাদেশ চিটাগাং । তার সঙ্গে পুলিশ আটক করেছে রয়েল দাস (২৭) নামের ভারতের পশ্চিমবঙ্গের এক যুবককে। এই ভারতীয় যুবক বাংলাদেশের যুবককে বেআইনিভাবে ভারতে এনেছিল বলে পুলিশ সূত্রের দাবি। জি আর পি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বুধবার তাদেরকে আদালতে হাজির করা হবে। বুধবার জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানিয়েছেন। উল্লেখ্য মানব পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই প্রথম আগরতলা রেল স্টেশনে বহিরাজ্যের এক যুবক পুলিশের হাতে ধরা পরল।