আগামীদিনে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের স্বার্থে কি কাজ করা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আগরতলা মহানগরের কার্যকরণী বৈঠকে।পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি আগামী দিনে কিভাবে করা যায় সেবিষয়ও আলোচনায় উঠে এসেছে। একথা জানান সংগঠনের আগরতলা মহানগরের যুগ্ম সম্পাদক মৌসুমি দাস। মঙ্গলবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৬ তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন করা হয় রাজ্যেও। এদিন সকালে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। সেখানে গঠিত হয় আগরতলা মহানগরের নতুন কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। কর্মসূচীতে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন।