কথায় নয়,কাজ করে দেখানোতে বিশ্বাসী মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বিভিন্ন সময়ে রাজ্য প্রশাসনের আধিকারিকদেরকেও যার যার কাজ দায়িত্ব সহকারে পালনের পরামর্শ দিয়ে থাকেন তিনি। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই রাজ্যবাসী সুখে দুঃখে পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। মানুষ হিসেবে মানুষের সমস্যা নিরসনকে সরকারের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রেখেছেন মুখ্যমন্ত্রী। যে কারণে মানুষের সমস্যা সম্পর্কে অবগত হতে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি। এর মাধ্যমে আম নাগরিকদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই সমস্যা নিরসনের জন্য উপস্থিত আধিকারিকদের নির্দেশ দিয়ে থাকেন তিনি। লোকসভা নির্বাচনের নির্বাচনের প্রক্রিয়ার জন্য বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ফের শুরু হল মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি। বৃহস্পতিবার আম নাগরিকরা মুখ্যমন্ত্রীর সামনে তাদের সমস্যা তুলে ধরেন। এবারও বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত সমস্যাগুলি উঠে এসেছে মুখ্যমন্ত্রী সমীপেষুতে। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের জন্মের পর যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে অনেকেই কথা বলেছেন। এক্ষেত্রে সরকারি প্রকল্পগুলির কথা তাদেরকে অবগত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সমস্যাগুলির সমাধানে সরকারের পক্ষ থেকে যেসব করণীয় সেগুলো করা হয়েছে।মুখ্যমন্ত্রী সমীপেষুর মাধ্যমে রাজ্যের প্রচুর নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা ইতিমধ্যেই পেয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এই কর্মসূচি পর্যায়ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে।