Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যতুলসীবতী স্কুলে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবেশ বিষয়ক...

তুলসীবতী স্কুলে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবেশ বিষয়ক বিজ্ঞান প্রদর্শনী

সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা শীর্ষক পশ্চিম জেলাভিত্তিক একদিনের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম জেলার জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য ।প্রদর্শনীতে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তের ৩০টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশ ভিত্তিক বিভিন্ন ধরনের মডেল উপস্থাপন করেছে। কেননা ক্রমশই প্রকট হয়ে উঠছে মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ।এর হাত থেকে রক্ষা পেতে পরিবেশ বিজ্ঞানীদের অনবরত প্রচেষ্টা চলছে। পাশাপাশি প্রতিটি রাষ্ট্রের প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে ।ভারতবর্ষ এর থেকে থেমে নেই ।বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মানব জীবনকে রক্ষা করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের অভিমত জানার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুসারে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা সম্পর্কিত বিভিন্ন মডেল উপস্থাপনার আয়োজন করেছে ।এরই অঙ্গ হিসেবে বুধবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক পরিবেশ ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় পশ্চিম জেলা শিক্ষা দপ্তর এই এক দিবসীয় বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য ।এদিন প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মডেল পরিদর্শন করেন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য জানান ,এই প্রদর্শনীতে ৩০টি স্কুলের ছাত্রছাত্রীরা মডেল নিয়ে উপস্থিত হয়েছে। ছাত্র-ছাত্রীদের মডেল গুলিতে সমাজকে সতেজ ও সুস্থ রাখার বার্তা রয়েছে। ছাত্র-ছাত্রীদের এই উপস্থাপনার মধ্য দিয়ে মেধার পরিচয় পাওয়া যায় বলে জানান তিনি।এর আগে রাজ্যের সাতটি জেলাতে এই ধরনের জেলা ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয় ।এদিন পশ্চিম জেলাভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।প্রতিটি জেলাভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী থেকে বাছাই করা প্রথম পাঁচটি মডেলকে নিয়ে শীঘ্রই রাজ্যভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ধারণা সম্পর্কে অবগত হতেই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য