পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতি বিভাগ গুলো নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই বিষয় নিয়ে সোমবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের নেতৃত্বরা বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অশেষ কুমার সাহা বলেন পঞ্চায়েত নির্বাচনে তফশিলি জাতি বিভাগের অন্তর্ভুক্তি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় তিনি আরো বলেন ভারত সরকার বিভাজনের রাজনীতি করে তপশিলি জাতিভুক্তদের বঞ্চিত করে রেখেছে। বিভিন্ন রাজ্যে তপশিলি জাতি তথা দলিত সমাজের ওপর অন্যায়, অবিচার এবং নির্যাতন সংঘটিত হচ্ছে। সোমবার প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বৈঠকে যোগ দিয়ে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোেগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।