ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী পড়ুয়াদের মেধার বিকাশ জ্ঞানের প্রসারতা বাড়বে।আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডে মেগা ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বললেন নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার ৩৯ নম্বর উদ্যোগে উদ্যোগে হয় ক্যুইজ আসর। শহরাঞ্চলের ২২টি স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেন।প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক,কর্পোরেটর অলক রায়, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়।এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের কুইজের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে। বর্তমানে যারা ছাত্র-ছাত্রী তারা আগামিদিনে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ।প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।