Sunday, October 27, 2024
বাড়িখবররাজ্যএমবিবি কলেজ চত্বরে রক্তাক্ত এক ছাত্র

এমবিবি কলেজ চত্বরে রক্তাক্ত এক ছাত্র

ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে রক্তাক্ত এক ছাত্র ।গুরুতর আহত ছাত্রের নাম খরাং দেববর্মা ।ঘটনা রাজধানীর শতাব্দী প্রাচিন এমবিবি কলেজে ।এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় শিক্ষানীতি ২০২০ লাগু হওয়ার পর সোমবার থেকে রাজ্যের সমস্ত কলেজগুলোতে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ।সেই মতো রাজধানীর mbb কলেজেও ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হয় ।ভর্তি প্রক্রিয়ায় নবাগত ছাত্র ছাত্রীদের সাহায্য করার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা কলেজে জড়ো হয় ।অপরদিকে এক ই উদ্দেশ্য নিয়ে এদিন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন বা টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরাও কলেজ চত্বরে সমবেত হয় ।এক সময়ে ভলান্টিয়ার আই কার্ড সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ছাত্র গুষ্ঠির মধ্যে বাক বিতন্ডা শুরু হয় । এক সময় টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা বিষয়টি নিয়ে কলেজ অধ্যক্ষ কে অভিযোগ জানাতে যায় ।অভিযোগ ,এই সময়ে টি এসএফ ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হয় এবং এবিভিপি সমর্থিত ছাত্ররা টিএসএফ সমর্থিত ছাত্রদের উপর আক্রমণ চালায় ।এই সময় একজন ছাত্র টিএসএফ সমর্থিত এক ছাত্রের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ।এতে কলেজ চত্বরেই রক্তাক্ত হয় টিএসএফ সমর্থিত ছাত্র খরাং দেববর্মা। তাকে অন্যান্য ছাত্র-ছাত্রীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ।এই খবর পেয়ে এমবিবি কলেজে ছুটে যান টিএসএফের শহর কমিটির সহ-সভাপতি মনীষ দেববর্মা সহ আরো কয়েকজন ছাত্র নেতা ।তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।এদিকে অধ্যক্ষের রুমের সামনেই এই ঘটনা ঘটলেও এমবিবি কলেজের অধ্যক্ষ বিষয়টি নিয়ে জানেন না বলে প্রথমে দাবি করেন। পরে অবশ্য তিনি গোটা বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার এমবিবি কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। ছুটে আসে কলেজটিলা ফাড়ির পুলিশ ।পুলিশ বহিরাগতদের কলেজ চত্বর থেকে হটিয়ে দিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য