Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যবিরোধী দলনেতার অভিযোগ খণ্ডন করল বিজেপি

বিরোধী দলনেতার অভিযোগ খণ্ডন করল বিজেপি

বিধায়ক হিসেবে দীপক মজুমদারের শপথ গ্রহণ রাজ্য সরকারের নীতি এবং সংবিধানের নীতি মেনেই হয়েছে ।সোমবার সাংবাদিক সম্মেলনে বিরোধী জননেতা জিতেন চৌধুরীর অভিযোগ খন্ডন করে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ।তিনি আরো জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়েও জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা।
রবিবার সাংবাদিক সম্মেলন করে বিধায়ক দীপক মজুমদারের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়েও একাধিক অভিযোগ উত্থাপন করেন তিনি ।বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদকের সাংবাদিক সম্মেলন নিয়ে সোমবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতার যাবতীয় অভিযোগ খন্ডন করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি জানান, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দল আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে প্রার্থী হিসেবে মনোনীত করে। উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সাড়ে ১৭ হাজার ভোটে জয়লাভ করেন দীপক মজুমদার ।সেই সুবাদে স্বাভাবিকভাবে তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন ।এই ক্ষেত্রে সরকার রাজ্য সরকারের যাবতীয় নীতি এবং সংবিধানের যাবতীয় নীতি মেনেই কাজ করেছে ।কোন আইন ভঙ্গ করা হয়নি। জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য পেশ করেছেন বলে অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী । সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র আরো জানান ,শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়েও বিরোধী দলনেতা গল্পের গরু গাছে চড়ানোর চেষ্টা করেছেন। এই প্রসঙ্গে বামফ্রন্ট আমলে জিনেট এর বিষয়টি উল্লেখ করেন তিনি জানান ,জিনেটকে তৎকালীন সরকার জমি, হাসপাতালের বিল্ডিং এবং যন্ত্রপাতি দিয়েছিল ।কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সরকার এক বিন্দু জমি দেয়নি ।কোন পরিকাঠামো দেওয়া হচ্ছে না। কোন অর্থ সাহায্য করা হচ্ছে না ।এমনকি কোন মানবসম্পদ দিয়ে সাহায্য করা হচ্ছে না বলে জানান তিনি। সংশ্লিষ্ট বিষয়ে সিপিএম দলের অপপ্রচার দূরসন্ধিমূলক বলেও জানান প্রদেশ বিজেপি মুখপাত্র।প্রদেশ বিজেপি মুখপাত্র আরো জানান ,রাজ্যে ৫০ জনেরও কম ছাত্র সংখ্যা রয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৫৪৯ টি ।সংশ্লিষ্ট বিদ্যালয়েগুলির তিন কিলোমিটারের মধ্যেই অল্টারনেটিভ বিদ্যালয় রয়েছে ।এই বিদ্যালয়গুলির মধ্যে ৪০৮ টি জেবি স্কুল ,১৩৮ টি এস বি স্কুল এবং তিনটি হাই স্কুল রয়েছে ।চাকরি প্রদানের বিষয়টি নিয়ে তিনি জানান ,একটি চাকরিও বাতিল হবে না-এই বিষয়টি নিশ্চিত করেই সরকার চাকরি দেবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য