২০১২ সালের পক্সো আইনের ধারা ৩৯ সঠিক বাস্তবায়ন সহ শিশুর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শুক্রবার একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সহায়তায় হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়,সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে সহ বিশিষ্ট জনেরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় আইসিডিএস প্রকল্পের সাথে যুক্ত ব্যক্তিদের আরো বেশি করে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এবং শিশুদের প্রতি যত্নবান হওয়ার বিষয়ে পরামর্শ দেন। অন্যদিকে উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার বক্তব্যেও শিশুদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান রাখেন। তবে এদিন রাজ্যের শিশু বিক্রির যে ধরনের অভিযোগ রয়েছে তা তিনি সরাসরি অস্বীকার করতে পারলেন না সংখ্যালঘু কল্যান দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন এই ধরনের ঘটনা ১০০শতাংশ সঠিক না হলেও ছোট্ট একটা সেকসন থাকতে পারে। অর্থাৎ আকারে ইঙ্গিতে রাজ্যের শিশু বিক্রির কথাটি স্বীকারই করে নিলেন মন্ত্রী শুক্লাচরণ।