সমাজের সাথে ব্যক্তির মেলবন্ধনের অন্যতম মাধ্যম হলো যোগা । আর যোগার মাধ্যমেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত ওয়ান আর্থ ,ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচারের পথে এগিয়ে যেতে পারবো। শুক্রবার হাঁপানীয়াস্হিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে দশম আন্তর্জাতিক যোগা দিবসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে এই রাজ্যভিত্তিক যোগা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা বিশ্বে শুক্রবার দশম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে ।ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন। রাজ্য এদিন বিভিন্ন সংস্থার উদ্যোগে যথাযথভাবে এই দিনটি উদযাপন করা হয় ।দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে হাঁপানিয়া স্হিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ।রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। এদিন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত যোগা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত বিশিষ্টজনেরা । এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ।আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশেষ উদ্যোগ রয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।যোগা দিবসের সাথে মিলিট খাদ্যশস্যের উপকারিতার কথাও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, দেহ ও মনকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম যেমন যোগা, তেমনি ব্যক্তির সাথে সমাজের মেলবন্ধনের অন্যতম মাধ্যমও হলো যোগা ।তিনি বলেন নিজেকে ভালো করে চিনতে পারলেই নিজের চারপাশের সমাজকে জানা যাবে ।আর এভাবেই ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচারের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে মিলিটের বিভিন্ন দানাশস্যের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বিভিন্ন ক্রীড়া ,সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমর্থকরাও অংশগ্রহণ করেন।