Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যএমবিবি কলেজে এইডস প্রতিরোধে পদযাত্রা

এমবিবি কলেজে এইডস প্রতিরোধে পদযাত্রা

ড্রাগসের প্রকোপ বৃদ্ধি এবং এর থেকে এইডস এর সংক্রমনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে ড্রাগস এবং এইডসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার এম বি বি কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এম বি বি কলেজ এলা মনি অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে। কলেজের রবীন্দ্রভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাক্তার সমর পিতা দত্ত কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র এমবিবি কলেজ এলা মনি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ডক্টর ভোলানাথ সাহা প্রমূখ। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন এবিবি কলেজ চত্বরে একটি রেলির আয়োজন করা হয়। এই রেলি থেকে এইডস এবং ড্রাগস এর বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য