Tuesday, October 22, 2024
বাড়িখবররাজ্যরাজ্য থেকে ওমানে যাচ্ছে ৬০০ কেজি অর্গানিক কুইন পাইনাপেল

রাজ্য থেকে ওমানে যাচ্ছে ৬০০ কেজি অর্গানিক কুইন পাইনাপেল

২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের উৎপাদিত কুইন আনারস বিদেশে রপ্তানি হচ্ছে। এর সূচনা হয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। বর্তমানেও বিদেশে কুইন আনারস রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।বৃহস্পতিবার রাজ্যের উৎপাদিত ৬০০ কিলো কুইন পাইনাপেল ওমানের উদ্দেশ্যে রওয়ানা দেয়।এদিন আগরতলা রেল স্টেশন থেকে রেল যোগে এই আনারস গুলি গোহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমানযোগে ওমানে নিয়ে যাওয়া হবে এই আনারস গুলি ।বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে পাইনআপেল রপ্তানি প্রক্রিয়ার ফ্লাগ অফ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্টিকালচার এবং এগ্রিকালচার দপ্তরের আধিকারিকগণ ।এদিন আগরতলা রেল স্টেশনে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান ,দুবাই তে ৫ টন আনারস রপ্তানির অর্ডার পাওয়া গেছে। হলান্ডেও ৩০ মেট্রিক টন আনারস পাঠানোর কথা চলছে ।তিনি জানান , ২০১৮ সাল থেকে দুবাই ,কাতার এবং বাংলাদেশে নিয়মিত আনারস রপ্তানি করা হচ্ছে ।গত পাঁচ বছরে মোট ৩৩ মেট্রিক টন আনারস পাঠানো হয়েছে ।এই ক্ষেত্রে কৃষকরা যেন রাজ্যের বাজার থেকে বেশি দাম পান, সরকার সেই ব্যবস্থা করছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী আরো জানান, আনারসের পাশাপাশি ৪.১ মেট্রিক টন কাঁঠাল ,২ হাজার ৫০৭ মেট্রিক টন বেল ,৩৯৭ মেট্রিক টন তেতুল ,৩২ মেট্রিক টন আদা এবং ১৭ মেট্রিক টন পান বিদেশে পাঠানো হয়েছে। তিনি আরো জানান ,রাজ্যে আনারস চাষের প্রসার ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।২০১৮ সালের আগে রাজ্যে ৫৯৫ হেক্টর জমিতে আনারস চাষ হতো ।গত সাড়ে পাঁচ বছরের তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৬৫৪ হেক্টরে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য