Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যমানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের মেগা...

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের মেগা রক্তদান শিবিরের আয়োজন

বৃহস্পতিবার নিজেদের মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পালনের অঙ্গ হিসেবে আসাম রাইফেলস ব্যাটেলিয়ানের সদর দপ্তরে আগরতলা সেক্টরের ১৮ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রি সুশান্ত চৌধুরী রাজ্যে রক্তের যোগানের আসল চিত্র তুলে ধরেন এবং তিনি বলেন রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন “উত্তর-পূর্বের প্রহরী” নামে পরিচিত আসাম রাইফেলস এই অঞ্চলে দীর্ঘ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে দাঁড়িয়ে আছে। দেশ ও জাতির নিরাপত্তা রক্ষার পাশাপাশি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাঁদের অটল প্রতিশ্রুতি রয়েছে, রয়েছে বহু আত্মত্যাগের উদাহরণ। আসাম রাইফেলসের জওয়ানদের বীরত্ব, সাহস এবং কর্তব্যের প্রতি অটল অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের সৈনিকদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে, তাঁদের সেবা ও ত্যাগের সর্বোচ্চ আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। নিজেদের কর্তব্যে অবিচল থাকার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও পিছিয়ে নেই আসাম রাইফেলস। এদিনের রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য