দীর্ঘদিন ধরে আইজিএম এবং জিবি হাসপাতালে অনিয়মিত কর্মী হিসেবে নিজ দায়িত্বে সচল থাকার পরও তাদের নিয়মিত করন করার কোন পদক্ষেপ নেই রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মীদের তাদের নিয়মিতকরন করার দাবি প্রশাসনের নিকট উপস্থাপন করার পর ও কোন প্রকার হেলদোল নেই, মামলা গড়ায় উচ্চ আদালতে, উচ্চ আদালতের রায় যায় কেজুয়েল কর্মীদের পক্ষে। এ প্রসঙ্গে ডেপুটেশন প্রদান করতে আসা এক কেজুয়াল কর্মী সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন ধরে নিয়মিতকরনের দাবি জানিয়ে আসার পরও যখন দেখা যায় দপ্তর এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে, তাই বাধ্য হয়ে উচ্চ আদালতে আবেদন করেন, তারই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত থেকে রায় বের হয় তাদের পক্ষে। সোমবার সেই রায় নিয়ে রাজধানীর গোর্খাবস্তিস্থিত ডাইরেক্টরের অফ হেলথ সার্ভিস দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এরা বলে। এখন দেখার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে কি ভূমিকা পালন করেন।