Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যনিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে ডেপুটেশন

নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে ডেপুটেশন

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেকার যুবক-যুবতীরা । সংশ্লিষ্ট বিষয়ে পুলিশের মহা নির্দেশকের কাছে একটি ডেফিনেশন প্রদান করা হয় ।অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হলে বেকার যুবক-যুবতীরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি দেয়।রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার ।এই বিজ্ঞপ্তি মূলে ৫০০ জন যুবক-যুবতীকে নিয়োগ করা হবে বলে জানানো হয় ।পরবর্তী সময়ে নিয়োগের সংখ্যা বৃদ্ধি করে এক হাজার করা হয় ।২০২২ সালের শেষ দিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনকারী বেকার যুবক-যুবতীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ।এর এক বছর পর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা ।কিন্তু আজ পর্যন্ত এর ফলাফল প্রকাশ করা হয়নি ।অবিলম্বে ইন্টারভিউ’র ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সংশ্লিষ্ট বেকার যুবক-যুবতীরা সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।পরবর্তী সময়ে তাদের মধ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্যে পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মসূচি প্রসঙ্গে এক যুবক জানান ,দীর্ঘদিন অতিক্রান্ত হলেও রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরই মধ্যে অনেকের বয়সসীমা পেরিয়ে যাচ্ছে। অবিলম্বে ইন্টারভিউর ফল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি ।তা না হলে পরবর্তী সময়ে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান এই বেকার যুবক। এদিন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে প্রচুর সংখ্যক বেকার যুবক-যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য