আজ থেকে প্রায় দেড় বছর আগে রাজ্য পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ফিজিক্যাল পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু তারপর এতদিন পেরিয়ে যাওয়ার পরও তাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়ার কোন নামগন্ধ নেই দপ্তরের পক্ষ থেকে। তাই এ বিষয়ে অবগত হওয়ার লক্ষ্যে চাকুরী প্রার্থী প্রায় বারো হাজার বেকার যুবকরা সোমবার পুরনো জেল মাঠে আইজি অফিসের সামনে মিলিত হয় তাদের পরীক্ষা দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করার লক্ষ্যে কিন্তু তাদেরকে দপ্তরের পক্ষ থেকে ভেতরের প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়নি। এদিন সংবাদমাধ্যমকে এক বেকার যুবক হতাশার গলায় বলেন অনুমতি নিয়ে আসার পরও যদি তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে দপ্তরের কর্তৃপক্ষের নিকট আবেদন করা ছাড়া আর কোন উপায় নেই সুতরাং আলোচনা করে দেখবেন কিভাবে দপ্তরের কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করা যায় এবং তাদের দাবি দপ্তরের কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা যায়।