সারা দেশের সাথে রাজ্যেও উদ্বেগ জনকভাবে বৃদ্ধি পাচ্ছে শিশু পাচারের ঘটনা শিশু পাচার রোধে অভিভাবকদের মধ্যে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বাল তস্করী সে আজাদী 2.0 শীর্ষক এক কর্মশালার আয়োজন করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের রিসোস পার্সন সোনাক্ষী রাধিকা সহ অন্যান্যরা।সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে শিশু পাচার প্রতিরোধ সম্পর্কিত করি সে আজাদী ২.০ শীর্ষ এক কর্মশালা অনুষ্ঠিত হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই কর্মশালা আয়োজন করে কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট স এর রিসোর্ট পারসন সোনাকসি রাধিকা রাজ্য শিশু সুরক্ষা অধিকারের কমিশনার জয়ন্তি দেববর্মা বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিক এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনার জয়ন্তী দেববর্মা জানান রাজ্যেও উদ্বেগ জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে শিশু পাচারের ঘটনা অবুঝ শিশুদের ভুলিয়ে-ভালিয়ে অপহরণ করা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিভাবকদের কিছুটা গাফিল কি রয়েছে শিশু সুরক্ষা সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনার জয়ন্তী দেববর্মা।এদিনের কর্মশালায় উপস্থিত বিভিন্ন স্তরের আধিকারিক এবং অভিভাবকদের মধ্যে শিশু সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরা হয় এই প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।