বৃহস্পতিবার দিনে দুপুরে রাজধানীর ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইবাজরা এলাকার এক গৃহবধূর গলার চেইন ছিনতাই করে। ভুক্তভোগী নারী চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে, তবে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এদিনের ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী গৃহবধূ সংবাদ মাধ্যমকে জানান তিনি ঐ সময় ইন্দ্রনগর গ্যাস এজেন্সি এলাকায় যাচ্ছিলেন ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকা দিয়ে ঠিক তখনই এক ছিনতাইবাজ বাইক নিয়ে আসে এবং গৃহবধূর গলা চেপে ধরে গলায় থাকা চেইন ছিনতাই করে নিয়ে যায়, তিনি বাইকের নম্বর নজরে রাখতে চেয়েছিলেন কিন্তু নম্বর প্লেট মোড়ানো থাকায় তা করতে পারেননি, এই ঘটনা নিয়ে তিনি জিবি আউট পোস্টে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ উক্ত ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে আাউট পোস্টের পুলিশের পক্ষ থেকে বলেও জানিয়েছেন তিনি। ভুক্তভোগী গৃহবধুর আরও অভিযোগ আগেও এধরনের ঘটনা অনেকবার ঘটেছে বলে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।