Monday, October 14, 2024
বাড়িখবররাজ্যনবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানালো ৮ টাউন বড়দোয়ালী মন্ডল

নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানালো ৮ টাউন বড়দোয়ালী মন্ডল

গত মঙ্গলবার তথা ৪ই জুন ঘোষিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল এবং তার পাশাপাশি ঘোষিত হয় ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ও। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার প্রতিদ্বন্ধী সিপিআইএমের রতন দাস কে রেকর্ড ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয় ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে। এদিন নব নবনির্বাচিত বিধায়কের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানান 8 টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক হিসাবে জয়ী হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া এলাকার যাবতীয় সমস্যা সমাধানে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য