Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যউচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকারী অপি দেবনাথকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ভারতীয় জনতা যুব...

উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকারী অপি দেবনাথকে সংবর্ধনা জ্ঞাপন করলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব

রাজ্যের যুব সমাজকে উৎসাহ যোগাতে নব স্বপ্নের উড়ান শিষ্যক এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য শাখা ।এই কর্মসূচির মাধ্যমে চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ জেলা সফরে যান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ।সেখানে তিনি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩১ নম্বর বুথ এলাকার অপি দেবনাথের বাড়িতে যান ।অপি দেবনাথ এ বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে ।অপি দেবনাথ কে সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব। তার হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেন তিনি। এই প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান, যুব সমাজকে উৎসাহিত করতেই এই কর্মসূটি হাতে নিয়েছে যুব মোর্চা । তার মতে আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ ।অপি দেবনাথের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। এদিন যুব মোর্চার রাজ্য সভাপতি বাড়িতে এসে তাকে সংবর্ধনা জ্ঞাপন করায় অভিভূত উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকারী অপি দেবনাথ। তিনি জানান রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের আশীর্বাদ ও সংবর্ধনা তাকে এগিয়ে চলার পথে অনুপ্রাণিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য