Friday, September 13, 2024
বাড়িখবররাজ্যভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালো তরুণ সাংবাদিক সমরেশ রাহা

ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালো তরুণ সাংবাদিক সমরেশ রাহা

ভয়ঙ্কর পথ ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক তরুণ সাংবাদিকের। নিহত সাংবাদিকের নাম সমরেশ সাহা ।ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর মিলন চক্র সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায়। তরুণ সাংবাদিকের মৃত্যুর ঘটনায় রাজ্যের সাংবাদিক এবং সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ সাংবাদিক সমরেশ রাহা। নিউজ টুডে চ্যানেলের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। মঙ্গলবার রাতে মিলন চক্র থেকে বাইকে বাড়িতে আসার পথে একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে তাকে। সাথে সাথে বাইক থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পরে সে। মাথা এবং মুখসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা এসে সমরেশকে উদ্ধার করে হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যান।ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ।এক পুলিশ আধিকারিক জানান, একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে টিএমসি থেকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। বুধবার তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয়। সমরেশের নিথর দেহ নিয়ে আসা হয় আগরতলার প্রেস ক্লাবে। সেখানে থাকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সচিব প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিকরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সচিব প্রণব সরকার বলেন ,সমরেশের মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না ।মঙ্গলবারও প্রেস ক্লাবে ছিল সে। এদিন আগরতলা ক্লাবের সদস্যরা তার নশ্বর দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান তরুণ সাংবাদিক সমরেশ রাহার মৃত্যুর সংবাদে সাংবাদিক ও সংবাদ মহলে শোকের ছায়া নেমে এসেছে। এই দুর্ঘটনার তদন্তক্রমে ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিকরা।



RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য