ভিকি খুন কাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিসের তরফে দাবি করা হলেও একে সাজানো নাটক বলে দাবি করলেন অভিযুক্ত রাকেশ বর্মণের আইনজীবী সম্রাট কর ভৌমিকের। ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি মৃত্যুকাণ্ডে পুলিস এখন পর্যন্ত ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।তাদের মধ্যে একজন অভিযুক্ত হলেন রাকেশ বর্মণ। শনিবার এই মামলায় সরকার পক্ষের স্পেশাল পিপি জানিয়েছিলেন পুলিস রাকেশ বর্মণের স্বীকারোক্তি মুলে দুর্গাবাড়ি শ্মশান এলাকা থেকে খুনে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে ৩ রাউন্ড কার্তুজও।যদিও অভিযুক্তের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান,হত্যাকান্ডে ব্যবহুত পিস্তল সহ তিন রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা একটা সাজানো নাটক। ৩১ মে রাতে এনসিসি থানায় রাখা হয়েছিল রাকেশ বর্মণকে। রাত আনুমানিক ১ টা থেকে দুইটার মধ্যে এনসিসি থানায় দুইজন সাক্ষীকে আনা হয়। দুইজন সাক্ষী সহ রাকেশ বর্মণ সহ তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাবাড়ি চা বাগানের একটি শ্মশানে।অভিযোগ পুলিস সাজানো দুইজন সাক্ষীর সামনে জং ধরা একটি পিস্তল সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযোগ পুলিশ জোর করে সিজার লিস্টে রাকেশ বর্মণের সই নেয়।সেদিন রাতের এনসিসি থানার সিসি ক্যামেরার ফুটেজ আদালতে জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান আইনজীবী সম্রাট কর ভৌমিক। তিনি আরও জানান,আদালতে আবেদন জানানো হয়েছে আদালতে উদ্ধার হওয়া পিস্তল রাজ্যের বাইরে কোথাও ফরেনসিক পরীক্ষা করার জন্য এবং কতদিন আগে এই পিস্তল থেকে সর্বশেষ গুলি করা হয়েছে তা জানতে।এদিকে ভিকি খুনের আগে অন্য একটি মামলায় অভিযুক্তদের হয়ে আদালতে মামলা লড়েন আইনজীবী শঙ্কর লোধ। স্বাভাবিক ভাবে আইনজীবী শঙ্কর লোধ ভিকি হত্যা মামলায় স্পেশাল পিপি হিসাবে দায়িত্ব পালন করতে পারেন না। অভিযুক্ত রাকেশ বর্মণ আদালতে পিটিশন করেন কি ভাবে আইনজীবী ভিকি হত্যা মামলায় স্পেশাল পিপির দায়িত্ব পালন করবেন।এনিয়ে নিম্ন আদালতের নির্দেশে খুশি নন অভিযুক্ত। স্বাভাবিক ভাবেই হাইকোর্টে যেতে পারেন অভিযুক্ত। অভিযুক্তের হয়ে হাইকোর্টে আবেদন করতে পারেন আইনজীবী সম্রাট কর ভৌমিক।